বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে আজ মঙ্গলার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হবে।
সেই সিন্ধান্তের আলোকে সিলেটে দিনে দুই থেকে তিন ঘণ্টা, কোথাও কোথাও আবার চার ঘণ্টাও হতে পারে এই লোডশেডিং।
এদিকে দেশে গতকাল থেকেই স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। একই সঙ্গে মসজিদে নামাজ ব্যতীত অন্য সময় এসি ব্যবহার বন্ধসহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।
বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে। এরই মধ্যে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট।
সিলেটে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল:
- ঘাসিটুলা, মজুমদারপাড়া, বেতেরবাজার, কানিশাইল, শামীমাবাদ এলাকায় সকাল ৬টা থেকে সকাল ৭টা, দুপুর ১টা থেকে বেলা ২টা, রাত ৮টা থেকে রাত ৯টা।
- ওসমানী মেডিকেল, মধুশহিদ, ভাতালিয়া, কাজলশাহ, রিকাবীবাজার, লামাবাজার এলাকায় রাত ১২টা থেকে রাত ১টা, সকাল ৭টা থেকে সকাল ৮টা, বেলা ২টা থেকে বিকাল ৩টা, রাত ৯টা থেকে রাত ১০টা।
- কিনব্রিজ, শুভেচ্ছা, ইত্যাদি পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা, মাছুদিঘির পাড়, কাজিরবাজার এলাকায় ভোর ৫টা থেকে সকাল ৬টা, দুপুর ১২টা থেকে দুপুর ১টা, রাত ৮টা থেকে রাত ৯টা।
- জল্লারপাড়, দাড়িয়াপাড়া, লামাবাজার, মনিপুরি পাড়া এলাকায় রাত ১টা থেকে রাত ২টা, সকাল ৮টা থেকে সকাল ৯টা, বিকাল ৩টা থেকে বিকাল ৪টা, রাত ১০টা থেকে রাত ১১টা।
- যতরপুর, মিরাবাজার, আগপাড়া ও ঝেরঝেরিপাড়ায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
- শাহপরান থানা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর ও পীরেরচকে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
- কুশিঘাট, নয়াবস্তি, টুলটিকর, মিরাপাড়া, মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, শাপলাবাগ ও মেন্দিবাগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
- উপশহর ব্লক-এ, বি, সি, ডি, তেররতনে দুপুর ১টা থেকে বেলা আড়াইটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা।
- মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বঙ্গবীর এলাকায় দুপুর ১টা থেকে বেলা আড়ইটা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।
- কুমারপাড়া, নাইওরপুল, ধোপাদিধীরপাড়, ঝরনারপাড়া এলাকায় দুপুর ১টা থেকে বেলা আড়ইটা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা।
- হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, মহাজপট্রি, মাছিমপুর, ছড়ারপার এলাকায় বেলা আড়ইটা থেকে বিকাল ৪টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।
- কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় এলাকায় বেলা আড়ইটা থেকে বিকাল ৪টা এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা।
- বালুচর, আরামবাগ, আল-ইসলাহ, নতুন বাজার, গোপালটিলা, আলুরতল, টিবি গেট এলাকায় বেলা আড়ইটা থেকে বিকাল ৪টা এবং রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা।
- শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।
- উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।
- সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া এলাকায় বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা এবং রাত ১০টা থেকে রাত সাড়ে ১১টা।
- রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, আগপাড়া এলাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা।
- বিমানবন্দর-০২, নয়াবাজার, রঙিটিলা, বাইশটিলা, লালবাগ, সালিয়া, লাক্কাতুড়া, বড়শালা ও উমদারপাড়া এলাকায় রাত ১২টা থেকে রাত ১টা, সকাল ৬টা থেকে সকাল ৭টা, দুপুর ১২টা থেকে দুপুর ১টা, সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা।
- বিমানবন্দর এক্সপ্রেস ও ওসমানী এয়ারপোর্ট এলাকায় রাত ১২টা থেকে রাত ১টা, সকাল ৬টা থেকে সকাল ৭টা, দুপুর ১২টা থেকে দুপুর ১টা, সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা।
- মহিলা কলেজ (আন্ডারগ্রাউন্ট), দরগাহ, আম্বরখানা, মহিলা কলেজ, চৌহাট্টা, ওয়েভস এলাকায় রাত ১টা থেকে রাত ২টা, সকাল ৭টা থেকে সকাল ৮টা, দুপুর ১টা থেকে বেলা ২টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।
- ডিসি ফিডার (আন্ডারগ্রাউন্ট), জিন্দাবাজার, মুক্তিযোদ্ধা গলি ও ডিসি অফিস এলাকা রাত ১টা থেকে রাত ২টা, সকাল ৭টা থেকে সকাল ৮টা, দুপুর ১টা থেকে বেলা ২টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।
- রায় হোসেন, রায় হোসেন (সাপ্লাই রোড) রাত ১টা থেকে রাত ২টা, সকাল ৭টা থেকে সকাল ৮টা, দুপুর ১টা থেকে বেলা ২টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।
- দরগাহ মাজার (আন্ডারগ্রাউন্ট), দরগাহ, শ্যামলি মার্কেট, চৌহাট্টা এলাকায় রাত ২টা থেকে রাত ৩টা, সকাল ৮টা থেকে সকাল ৯টা, বেলা ২টা থেকে বিকাল ৩টা, রাত ৮টা থেকে রাত ৯টা।
- সার্কিট হাউস (আন্ডারগ্রাউন্ট), লতিফ সেন্টার, শুকরিয়া মার্কেট, মধুবন মার্কেট, বন্দরবাজার এলাকায় রাত ২টা থেকে রাত ৩টা, সকাল ৮টা থেকে সকাল ৯টা, বেলা ২টা থেকে বিকাল ৩টা, রাত ৮টা থেকে রাত ৯টা।
- আম্বরখানা, বন কলাপাড়া, নুরানি, সুবিদবাজার, মিয়া ফাজিল চিশত এলাকায় ভোর রাত ৩টা থেকে ভোর রাত ৪টা, সকাল ৯টা থেকে সকাল ১০টা, বিকাল ৩টা থেকে বিকাল ৪টা, রাত ৯টা থেকে রাত ১০টা।
- স্টেডিয়াম, মিরবক্সটুলা, লোহারপাড়া, স্টেডিয়াম মার্কেট এলাকায় ভোর রাত ৩টা থেকে ভোর রাত ৪টা, সকাল ৯টা থেকে সকাল ১০টা, বিকাল ৩টা থেকে বিকাল ৪টা, রাত ৯টা থেকে রাত ১০টা।
- খাসদবির, চৌকিদেখি, বাদামবাগিচা, প্রভাতি পীর মহল্লা, পূর্ব পীর মহল্লা এলাকায় ভোর রাত ৪টা থেকে ভোর ৫টা, সকাল ১০ থেকে বেলা ১১টা, বিকাল ৪টা থেকে বিকাল ৫টা ও রাত ১০টা থেকে রাত ১১টা।
- আইজিডি ওভারহেড, মজুমদারি, বড়বাজার, হাউজিং এস্টেট (আংশিক), পশ্চিত পীর মহল্লা এলাকায় ভোর রাত ৪টা থেকে ভোর ৫টা, সকাল ১০ থেকে বেলা ১১টা, বিকাল ৪টা থেকে বিকাল ৫টা ও রাত ১০টা থেকে রাত ১১টা।
- এরিয়া, অফিস প্রাঙ্গন, আবাসিক এরিয়া এলাকায় ভোর রাত ৪টা থেকে ভোর ৫টা, সকাল ১০ থেকে বেলা ১১টা, বিকাল ৪টা থেকে বিকাল ৫টা ও রাত ১০টা থেকে রাত ১১টা।
- জালালাবাদ, ফাজিল চিশত, জালালাবাদ, হাউজিং এস্টেট এলাকায় ভোর ৫টা থেকে সকাল ৬টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বিকাল ৫টা থেকে বিকাল ৬টা, রাত ১১টা থেকে রাত ১২টা।
- এমসি কলেজ, শাহী ঈদগাহ, হাজারিবাগ, কাজিটুলা, অনামিকা এলাকায় ভোর ৫টা থেকে সকাল ৬টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বিকাল ৫টা থেকে বিকাল ৬টা, রাত ১১টা থেকে রাত ১২টা।
- সার্কিট হাউস এক্সপ্রেস, সার্কিট হাউস এলাকায় রাত ২টা থেকে রাত ৩টা, সকাল ৯টা থেকে সকাল ১০টা, বিকাল ৪টা থেকে বিকাল ৫টা, রাত ১১টা থেকে রাত ১২টা।
- কলাপাড়া, শাহজালাল ঘাট, তেলিহাওর, লালবাজার এলাকায় রাত ২টা থেকে রাত ৩টা, সকাল ৯টা থেকে সকাল ১০টা, বিকাল ৪টা থেকে বিকাল ৫টা, রাত ১১টা থেকে রাত ১২টা।
- নবাব রোড, সুরমা আবাসিক এরিয়া, সাগর দিঘির পাড়, মিরের ময়দান, ভোর রাত ৩টা থেকে ভোর রাত ৪টা, সকাল ১০টা থেকে বেলা ১১টা, বিকাল ৫টা থেকে বিকাল ৫টা।
- লালদিঘিরপাড়, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, বিলপাড়, শেখঘাট কলোনি, ভোর ৪টা থেকে ভোর ৫টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বিকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা থেকে জানানো হয়, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ।
শেয়ার করুন