দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দিরাই উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ১৮মার্চ শনিবার বেলা ১২ ঘটিকায় দিরাই লঞ্চঘাট রোডস্থ উপজেলা আওয়ামীলীগ একাংশের অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কুমোদ রঞ্জন দাসের সভাপতিত্বে ও দিরাই পৌর মৎস্যজীবি লীগের আহবায়ক আরিফুজ্জামান চৌধুরী এহিয়া এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ- সম্পাদক ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ছাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা তারিফ উদ্দিন, মকসদ আলম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সর্দার, কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য প্রবীর মিত্র, দিরাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব ইজাজুল ইসলাম, পৌর মৎস্যজীবি লীগের সদস্য সচিব জুয়েল সর্দার প্রমুখ।
দিপংকর বনিক দিপু
দিরাই, সুনামগঞ্জ।
০১৯১৪৩০১৬০১