বাংলাদেশ আঞ্জুমানের কুলাউড়া উপজেলা কমিটি পুনর্গঠন সম্পন্ন

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

হযরতজী মাওলানা ক্বারি আলি আকবর সিদ্দিকী (রহঃ)’র প্রতিষ্ঠিত পৃথিবীর সর্ববৃহৎ রমজান ভিত্তিক কোরআন শিক্ষা বোর্ড, আঞ্জুমানে তা’লিমুল কোরআন বাংলাদেশের কুলাউড়া উপজেলা শাখার ফুজালা সমাবেশ, পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি পুনর্গঠন ও কেরাত প্রশিক্ষণ কেন্দ্র সমুহের ইলহাক্বসহ প্রয়োজনীয় কাগজপত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৮মার্চ) বিকাল ২টায় জামেয়া হোসাইনিয়া ইসলামীয়া কটারকোনা মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কুলাউড়া উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আব্দুস সালাম আশরাফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা শাখার পুনঃ নির্বাচিত সভাপতি জামেয়া ইসলামীয়া নছিরগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারি মখলিছুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী শায়খ নূরুল মুত্তাকিন জুনাইদ।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও উপস্থিত ফুযালাদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনর্গঠিত কুলাউড়া উপজেলা কমিটি (২০২৩-২৪ সেশন) ঘোষণা করেন আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরতজীর বড় সাহেবজাদা কেন্দ্রীয় শোরা সদস্য ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি এমদাদুল হক্ব নোমানী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী তালিব উদ্দীন শমসেরনগরী, জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হাছিব, মাওলানা ক্বারী জিল্লুর রহমান, কেন্দ্রীয় পরীক্ষক ও পরিদর্শক মাওলানা ক্বারী আলতাবুর রহমান প্রমুখ।

পুনর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন-

সভাপতি: মাওলানা ক্বারী মুখলিছুর রহমান।
সহ-সভাপতি: মাওলানা ক্বারী মুফতী শফিকুর রহমান, মাওলানা ক্বারী আব্দুল জব্বার, মাওলানা ক্বারী আব্দুর রাজ্জাক, মাওলানা ক্বারী আব্দুস সালাম আশরাফ।

সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী আলতাবুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী আবুল কালাম আজাদ, মাওলানা ক্বারী নেজাম উদ্দীন।

সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী শাহ লুৎফুর রশীদ।
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী সাঈদ আহমদ।

প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী ফয়জুল ইসলাম সিদ্দিকী।
সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী আবুল কাশেম বেলালী।

দফতর সম্পাদক: মাওলানা ক্বারী আবু তাহের।
সহ-দফতর সম্পাদক: মাওলানা ক্বারী আহমদ তারেক খান।

প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
সহ-প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী আবু হুরায়রা মাসুম।

প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী আমীর উদ্দীন কাসেম।
সহ-প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী ইমাদ উদ্দীন হাসান।

নির্বাহী সদস্য: মাওলানা ক্বারী আব্দুল মালিক, মাওলানা ক্বারী আব্দুল আজিজ, মাওলানা ক্বারী কামাল আহমদ, মাওলানা ক্বারী মঈনুল ইসলাম, মাওলানা ক্বারী এমদাদুল হক, মাওলানা ক্বারী হিজরুল ইসলাম, মাওলানা ক্বারী সালমান আহমদ, মাওলানা ক্বারী শাহিন আহমদ, মাওলানা ক্বারী দেলোয়ার হুসাইন, মাওলানা ক্বারী আব্দুল মুকিত।

সমাবেশে উপজেলার শাখা কেন্দ্রসমূহের শিক্ষক নিয়োগ, প্রকাশনা বিতরণ, বিভিন্ন আবেদন নিষ্পত্তি এবং উন্মুক্ত পরামর্শ গ্রহণের মাধ্যমে সমাগত মাহে রমজানে ক্বিরাআত প্রশিক্ষণ সুষ্ঠু পরিচালনার নিমিত্তে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *