বানারীপাড়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়

জাতীয়

জাকির হেসেন, বানারীপাড়া প্রতিনিধি:

“অসহায় ও দারিদ্রতা যেখানে বানারীপাড়া ব্লাড ব্যাংক পাশে আছে দূরীকরণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ব্লাড ব্যাংক এর উদ্যোগে একশত অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।১৯ মার্চ রোজ রবিবার বেলা ৩ টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তন কক্ষে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুস সালাম
এর সভাপতিত্বে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জনা মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক রাইসুল ইসলাম সানি, বানারীপাড়া মোবাইল নেটওয়ার্ক, সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপস্থিত ছিলেন,বানারীপাড়া ব্লাড ব্যাংক’র কার্যকারী সদস্য রাসেদুল ইসলাম মারুফ, সাব্বির রহমান, মেহেদী হাসান, রাজু সিকদার, হাসিব মাহমুদ, মোঃ সাগর, সাব্বির আহমেদ, মোঃ মহিউদ্দিন, সৈকত, ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তৃতায় বানারীপাড়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জনা মোফাজ্জল হোসেন খান
বলেন বানারীপাড়া ব্লাড ব্যাংক একটি অনন্য নাম। এরা অসহায়দের পাশে দাড়ায়। সমাজের সচেতন ও অসচেতন সকল ব্যক্তিবর্গদের ব্লাড গ্রুপিং করে তাদের প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে। তিনি বলেন অরাজনৈতিক এই সংগঠনটি আস্তে আস্তে এক এলাকা থেকে অন্য এলাকা, এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিস্তৃতি লাভ করবে। প্রধান উপদেষ্টা আব্দুস সালাম বলেন ২০১৫ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আমার ছোট ছেলে মাইদুল ইসলাম রনির প্রচেষ্ঠায় প্রতিষ্ঠাকালীন সময়ে বানারীপাড়া ব্লাড ব্যাংকের যাত্রা ছিল বড়ই চ্যালেঞ্জিং তবুও এর অগ্রগতির জন্য সবার ঐকান্তিক প্রচেষ্ঠা অব্যহত ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আজকের বানারীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবী ও নিঃস্বার্থ ভাবে কাজ করা সংগঠনটির বানারীপাড়া ব্লাড ব্যাংক। বানারীপাড়া ব্লাড ব্যাংক সংগঠনের কর্মকাণ্ড রক্তদান সেবার মাঝে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন অসহায়দের মাঝে নগদ অর্থদান, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক উন্নয়নে অর্থ প্রদান, গরীব অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে । “অসহায় ও দারিদ্রতা যেখানে বানারীপাড়া ব্লাড ব্যাংক পাশে আছে,দূরীকরণে” আজকের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানারীপাড়া ব্লাড ব্যাংক এগিয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *