রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বেপরায়া ট্রাক্টর মোটরসাইকলকে ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়মুচড়ে গিয়ে ঘটনাস্থলে উপজলার সম্পদপুর গ্রামের সাদিয়া নামে ১০ বছরের এক শিশু মারা গেছে। সোমবার (২০ মার্চ) সাড়ে ৩টার দিকে ওই সড়কের আদাঐর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বাবা আব্দুল কাইয়ুম গুরুততর আহত হয়েছে। তার অবস্থা আশংকাজনক। মাধবপুর থানার এসআই আব্দুল মোতালেব জানান, আহত আব্দুল কাউয়ূম তার শিশু কন্যা সাদিয়াকে মোটরসাইকেল করে নাসিরনগর থেকে সম্পদপুর গ্রামে তার বাড়িতে যাছিলেন। মধ্য রাস্তায় আদাঐর এলাকায় পিছন দিকে থেকে বেপরায়া গতিতে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দিলে সাইকেলটি দুমড়মুচড়ে গিয়ে ঘটনাস্থানেই শিশু সাদিয়ার মর্মান্তিক মত্যু হয়। বাবা আব্দুল কাউয়ূমক গুরুতর অবস্থায় উদ্ধার কর হাসপাতাল পাঠানা হয়ছ। ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
শেয়ার করুন