১৬নং ওয়ার্ডে জামায়াতের ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

সিলেট

 

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
আর্তমানবতার কল্যাণে কাজ করতে হবে
—–মোহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সবসময় মানবতার কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে কুরআন নাযিলের মাস মাহে রমজানে মানবিক কার্যক্রম বাড়িয়ে দিতে হবে। খৎনা এর মতো মানবিক কাজে এগিয়ে আসা নিঃসন্দেহে ভালো কাজ। জামায়াত সব সময় আর্তমানবতার কল্যাণে কাজ করছে। আর তা কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।

তিনি শনিবার সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১৬নং ওয়ার্ডের জেলরোড এলাকায় অনুষ্ঠিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি খৎনা ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াত নেতা শাহীন উদ্দিন ও জাহাঙ্গীর আলম প্রমূখ।

অনুষ্ঠানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টীমের মাধ্যমে ১০ জন শিশুকে ফ্রি খৎনা দেয়া হয়। ক্যাম্প সফলে এলাকার যুব ও ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সার্বিকভাবে সহযোগিতা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *