যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক শাহানারা বেগমের চির প্রস্থান

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগম (৬৬) মারা গেছেন।
আজ রোববার(২৬ মার্চ) সন্ধ্যায় শহরের সার্কিট পাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না…রাজিউন)। তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন।তিনি যশোর প্রেসক্লাব ও যশোর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন।
রাত পোনে নয়টায় মেয়ে সাংবাদিক তামান্না ফারজানা খান চৌধুরী নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।
যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান জানিয়েছেন, সোমবার জিলা স্কুল মাঠে নামাজের জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে এই নারী সাংবাদিকের দাফন করা হবে।

শাহানারা বেগমের সাংবাদিকতা শুরু দৈনিক জনকণ্ঠের দিনাজপুরের হিলি প্রতিনিধির মাধ্যমে। এর পর ১৯৯৬ সালে নিজ জন্মস্থান যশোরে ফিরে দৈনিক খবরে যশোর সংবাদদাতা হিসাবে সাংবাদিকতা করেন। এর পর তিনি সাপ্তাহিক ‘ঝড়’ নামে পত্রিকার সম্পাদনা শুরু করেন। গুণী এই নারীর সম্পাদনায় যশোর অঞ্চলে সাপ্তাহিক ঝড় পত্রিকাটি সুনামের সঙ্গে সংবাদ পরিবেশন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসাবে যশোরে কর্মরত ছিলেন। তার মেয়ে তামান্ন ফারজানা খান চৌধুরীও মায়ের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের যশোরের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *