বানারীপাড়া সংবাদদাতা:
বরিশালের বানরীপাড়া থানাধীন সৈয়দকাঠী ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালীকে মারধর করে খুন করার হুমকি দেন তার ঔরসজাত সন্তান দুলাল বালী।
গত মঙ্গলবার (২৮ মার্চ) সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালী বানারীপাড়া থানায় নিজ সন্তানের বিরুদ্ধে জীবন নিরাপত্ত্বা চেয়ে সাধারন ডায়েরী করেন। লিখিত অভিযোগে হাসান বালী জানায় তার সন্তান দুলাল বালীর চলাফেরা বেপরোয়া। হাসান বালীর রোপনকৃত গাছ বিক্রয় করতে গেলে অনধিকার বাধা দেয় দুলাল বালী। এমন কি টাকা পয়সা দিতে অসিকার করলে বৃদ্ধ পিতাকে খুন যখমের হুমকি দেয়। হাসার বালী তার জিডিতে উল্লেখ করেন যে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হলে বানারীপাড়া পৌর মেয়র’র সামনে প্রকাশ্য পিতা হাসান বালীকে খুন করার হুমকি দেয় দুলাল বালী। অভিযোগটি বানারীপাড়ার ডিউটি অফিসার মোঃ জামাল হোসাইন’র মাধ্যমে বানারীপাড়া থানা ইনচার্জ মাসুদ চৌধুরী অবগত হয়ে অভিযোগ পত্রটি আইনগত ব্যবস্থা গ্রহন করতে এস আই জাহাঙ্গীর আলমকে অবহিত করেন। উল্লেখ ২০২২ এর ৯ এপ্রিল হাসান বালীর নিজ বাস ভবন আউয়ারে গাছ কাটাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। ঐ সময় দুলাল বালী বৃদ্ধ অসহায় মুক্তিযোদ্ধা বাবাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত করে ভিকটিম আবুল হাসান বালীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা হাসান বালী জীবন নিরাপত্ত্বা চেয়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনের দারস্থ হয়েছেন।
শেয়ার করুন