স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড় থেকে ৮শত ৮২দশমিক ৩ গ্রাম ওজনের ৪ টি স্বর্ণের বারসহ আলামিন হোসেন (২৭) ও মহিবুল (৩৩)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলামিন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মহিবুল নড়াইল জেলার লোহাগড়া থানার আওয়াল মোল্লার ছেলে।
আজ বুধবার (২৯ মার্চ) যৌথ অভিযানে এ উদ্ধার কাজে সফলতা অর্জন করে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের কাছে খবর আসে দুই সোনা পাচারকারী মোটরসাইকেল চেপে সোনা নিয়ে বেনাপোল যাচ্ছে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে
এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ ও এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত টিম ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ টীম যশোর -বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড়ে অবস্থান নিয়ে পাচারকারীরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসার সাথে সাথে মোটরসাইকেল থামিয়ে তল্লাসী করে ৪টি স্বর্ণের বারসহ আসামিদের আটক করে।
আটককৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন