হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি আয়াতুল ইসলাম খান, সম্পাদক গোবিন্দ রায়

সিলেট

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির ২০২৩-২৪ সালের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) হক সুপার মার্কেটের নিচ তলায় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলছে।

নির্বাচনে ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খাঁন জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী হাজী মো: আয়াতুল ইসলাম খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি মো: মারুফ আহমদ ২২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপুর্ব জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী  মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নির্বচিত হয়েছেন নিউ সিলেট ভেনাস জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী গোবিন্দ রায়, ৪০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মীম জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী মো: জামাল আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিয়ান জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো: সুলতান আহমদ পেয়েছন ১১ ভোট।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব খোরশেদ আলম, মো: মানিক খান, এ. প্রবীর সিংহ, জামাল উদ্দিন আহমদ, মুমিনুল হক মুহিব। নির্বাচনে সার্বিক তত্বাবধানে দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। নির্বাচনকালীন সময়ে হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

হক সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির উদ্যোগে সকল ব্যবসায়ীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হক সুপার মার্কেটস্থ হাজি শামসুল হক জামে মসজিদের ইমাম ও খতিব হাফিক ক্বারী মাওলানা জাকারিয়া আহমদ বীরদলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *