এবার আবু ধাবিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে মাহফুজুর রহমান রাব্বির ৬ উইকেট শিকারের দিন আফগান যুবারা অলআউট মাত্র ১৪৩’এ।
বাংলাদেশ ১৬০ বল হাতে রেখে শিরোপা জিতল ৬ উইকেটে জিতে। টানা দুই হার দিয়ে সিরিজ শুরু করেছিল আহরার আমিনের দল। এরপর ছিল দাপুটে লড়াই। টানা দুই জয়ে চার পয়েন্ট, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এদিকে টলারেন্স ওভাল গ্রাউন্ডে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহফুজুর রহমানর স্পিন বিষে নীল হয়ে পড়ে আফগানদের ব্যাটিং লাইন। স্কোরবোর্ডে ৬০ রান তুলতেই নেই টপ অর্ডারের পাঁচ জন। মাহফুজুর রহমান রাব্বি ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। ৬০ বলের মধ্যে ৩৯ টিই দিয়েছেন ডট।
এছাড়া রাফি উজ জামান রাফি নিয়েছেন দুই উইকেট। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আফগানিস্তান গুটিয়ে যায় ১৪৩ রান করতেই। লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ।
মাত্র ২৩.২ ওভার খরচে। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি করেন ১৭। জিশান আলম ১৯ বলে খেলে যান ৩৫ রানের ঝড়ো ইনিংস।
এদিকে ৬২ রানে দুই উইকেট হারানোর পর রিজওয়ান-আরিফুলের ৬৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। ব্যক্তিগত ২২ রানে বিদায় নেন আরিফুল ইসলাম। এরপর চ্যাম্পিয়ন হওয়ার বাকি কাজটা সারেন অধিনায়ক আহরার ও শিহাব জেমস। ২৬.৪ ওভার হাতে রেখে ৪ উইকেটের রোমাঞ্চকর জয়ে শিরোপা জুনিয়র টাইগারদের হাতে।
শেয়ার করুন