যশোরে জোড়া খুন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের বারান্দীপাড়া ও ঘুরুলিয়ায় ছুরিকাঘাতে নাহিদ (১৭) ও ইউসুফ (২০) নিহত হয়েছে।
নিহত নাহিদ যশোর শহরতলীর শেখহাটি তরফ নোয়াপাড়ার বাচ্চু মোল্লার ছেলে ও ইউসুফ যশোর সদর উপজেলার ঘুরুলিয়ার দক্ষিণপাড়া কামারপাড়ার আব্দুল লতিফের ছেলে।
আজ শুক্রবার (৩১ মার্চ) রাত নয়টায় যশোরে ছুরিকাঘাতে পৃথক হত্যা সংঘটিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়ায় ছোট ভাই ইউসুফের ছুরিকাঘাতে ইউনুস আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মোটরপার্টস ব্যবসায়ী নাহিদ তার পূর্ব পরিচিত বারান্দি নাথপাড়ার বশির উদ্দিনের ছেলে হাসানের (১৩) সাথে বারান্দিপাড়া নাথপাড়া জামে মসজিদের ইফতারের আগে কয়েকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এসময় সন্ত্রাসীরা তাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় এবং হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *