সিলেট মহানগরীতে উলামা মাশায়েখদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ।ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান দিলাওয়ার-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. নূরুল ইসলাম বাবুল।
ঈদুল আদ্বহা উদযাপন, শিক্ষা ও অভিজ্ঞতা শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন- দা’য়ী ইলাল্লাহ হাফিজ নূরুল আলম সিদ্দিকী, আলেমেদ্বীন মাওলানা খলীলুর রহমান, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও মাওলানা আব্দুল বাসিত।
প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, প্রতিটি কাজে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টিকেই প্রাধান্য দেয়া উচিৎ। ঈদুল আদ্বহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। তিনি আরও বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আদ্বহার মূল চাওয়া এবং শিক্ষা- তাক্বওয়ার গুণে গুণান্বিত হওয়া।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশাকরি জাতির সামনে উলামায়ে কেরাম নিজেদেরকে আদর্শের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করবেন, ইন শা আল্লাহ।
শেয়ার করুন