ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ইতালি প্রবাসী নিহত খসরুজ্জামান খসরু এর জানাজার নামাজ শনিবার (৮ এপ্রিল) বাদ আসর নিহতের নিজবাড়ী সাঙ্গিরাই গ্রামে অনুষ্টিত হয়েছে।
জানাজার নামাজের পূর্বে নিহতের সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ও নিহতের ভাই।
এসময় উপস্হিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, খাজান্সী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি কবির আহমদ সহ প্রমুখ।
উল্লেখ্যঃ গত ১৭ মার্চ শুক্রবার বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাঙ্গিরাই গ্রামের মো. খসরুজ্জামান খসরু ইতালীর মিলান শহরে হ্রদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩০) বছর।
শেয়ার করুন