রিংকু দেবনাথ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে চা-নৃগোষ্ঠীর গৌড় সমাজের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলার সুরমা চা-বাগান সদরে গৌড় সমাজের ২১তম সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুরমা সদর চা-বাগানের অমৃত গৌড়ের সঞ্চালনায় ও কালি চরণ গৌড়ের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, সুরমা চা-বাগান ব্যবস্থাপক বাবুল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, মলই কুমার দেবরায় সহকারী ব্যবস্থাপক, সমীরন মৃধা, মির আলম চৌধুরী, লস্করপুর ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড়, পরিমল সিং বাড়াইক বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম সাংগঠনিক সম্পাদক, শ্যামল দেববর্মা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সম্পাদক, সাংবাদিক শংকর পাল সুমন মহেশ বেসরা, আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ জাহান রনি, রিংকু দেবনাথ সহ অনেকেই।
শেয়ার করুন