সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ দুতলা বাসার নিচতলায় সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শদের ধারনা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে । স্থানীয়রাও তাদের সহযোগীতা করছেন।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তারা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। বর্তমানে আগুন এখন নিয়ন্ত্রনে।
তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি।
তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
শেয়ার করুন