বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এদিকে বিবিসির একটি অফিসিয়াল সূত্র জানায়, বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে।
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে,আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।
গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, বিবিসির হিসাব-নিকাশ বইয়ে অনিয়ম পেয়েছে তারা। ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেওয়া হয়েছে।
বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে বিবিসির অফিসে ৬০ ঘণ্টা তল্লাশি চালায় দেশটির আয়কর বিভাগ। এর আগে বিবিসি গুজরাট দাঙ্গার তথ্যচিত্রে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় বিতর্ক ছড়িয়ে পড়ে ভারতজুড়ে।
শেয়ার করুন