মোঃসরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইসলামপুর শাখার ২০২৩ সেশনের পুরুষ্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান
২০ এপ্রিল (বৃহস্পতিবার ) ২০২৩ ইং অত্র শাখায় বিকাল ৩.০০ ঘটিকায় মরহুম মাহমুদ আলী সাহেবের বাড়িতে অনুষ্টিত হয়।
হাফিজ ক্বারী সাহেদ আহমদ ও ক্বারী সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অত্র শাখার ছাত্র মোঃ জাহিদুর রহমান
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইসলামপুর শাখার প্রধানক্বারী হাসান আল মামুন সাহেব,ক্বারী নাঈম আহমদ সাহেব,হাফিজ ক্বারী সরওয়ার হোসেন, হাফিজ ক্বারী জাহেদ আহমদ সাহেব। অত্র শাখার সহ -নাজিম মুর্শেদ আলম। অত্র গ্রামের ওমাম প্রবাসী ছাব্বির আহমদ, ফান্স প্রবাসী সাইফুল ইসলাম,বি এম ছাব্বির আহমদ।
এসময় অত্র শাখার ফলাফল প্রকাশ , পুরুষ্কার বিতরণ ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র শাখার সদস্য ফাহিম আহমদ, নাজমুল হাসান,নাসির উদ্দিন,সাইদুল ইসলাম,শিপার আহমদ,রাজু আহমদ, তায়েফ আহমদ,রুবেল আহমদ, তেরব আলী, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকেই।
পরিশেষে মাওলানা নাইম আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের ইতি ঘটে।
শেয়ার করুন