সিলেটজুড়ে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার অবধি পানিবাহিত রোগের তথ্যাদি পাওয়া গেছে।
তারা জানায়, গতকাল একদিনে সিলেট বিভাগে ৪৫৬ জন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে বিভাগের চার জেলায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৬৯ জন।
পানিবাহিত রোগে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হবিগঞ্জ জেলায়, ৫ হাজার ৫৪৫ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ৪ হাজার ১১৫ জন, সিলেট জেলায় ৩ হাজার ৭৪১ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬৮ জন রোগী রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, মূলত গত মাসে ভয়াবহ বন্যা আঘাত হানার পর থেকে সিলেটে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পানি পানে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া নোংরা পানিতে গোসল না করা, হাড়িপাতিল ও কাপড় না ধোয়ার কথাও বলেছেন তিনি।
শেয়ার করুন