এম,এইচ,শাহজাহান আকন্দ; দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী তাজুদ আলীকে (৪০) কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার বিকালে কাঠাকালি বাজারের সুনামগঞ্জ ছাতক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত তাজুদ আলীর ভাই পীর আলীসহ স্বজনরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। নিহত তাজুদ আলী উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের কাটাখালী (আহমদ নগর) গ্রামের মৃত আগন আলীর ছেলে।
এসময় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন নিহত তাজুদ আলী ভাই পীর আলী, অসিত কুমার দাস,আব্দুল আজিজ,গেদা মিয়া,গউছ আলী, হাবিবুর রহমান,হেকমত আলী জুয়েল,সাধীন মিয়া,মিরাস আলী,আক্তারুল ইসলাম,ফরমান আলী, দিলীপ চন্দ্র দাস,আব্দুল জলিল,মাফিজ আলী, মুসলিম আলী, রজব আলী, রেজাউল ইসলাম,রাবিদ আলী, আকবর, গিয়াস উদ্দিন, ফরজ আলী, আল আমিন, সফিক মামুন,আরজ আলী, জয়নাল,শাহিন প্রমুখ।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার (ওসি) দেব দুলাল ধর জানান, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
শেয়ার করুন