সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জগদীশ চন্দ্র দাসের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ডের সাবেক তিন বারের কাউন্সিরর জগদীশ চন্দ্র দাসের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিগণ, যুব সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক ও পেশাজীবীদের নিয়ে এই সভা হয়েছে।
গত ২৮ এপ্রিল রাতে ব্রাক্ষনশাষনস্থ তার নিজ বাসার সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দেক আলী তালুকদার।
সিটি মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক রাজনের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জগদীশ চন্দ্র দাস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওর্য়াডের বিভিন্ন পাড়া মহল্লার বিশিষ্ট ব্যক্তিগণ, যুব সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
শেয়ার করুন