সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, হিংসা বিদ্বেষ শত্রুতা দূর করে একটি পরস্পর ভ্রাতিত্বপূর্ণ নগর করতে চাই। হানাহানি রেষারেষি দূর করে একটি বন্ধুত্বপূর্ণ নগর গড়তে কাজ করব।
তিনি রোববার (৭ মে) নগরীর ১৪ নং ওয়ার্ডের কালীঘাট এলাকায় হযরত শাগচট র. জামে মসজিদে যোহরের নামাজ পড়ে মসজিদের খতিব ও মুসল্লীদের সাথে কুশল বিমিয় করে কালিঘাটের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন।
তিনি কালীঘাট এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের দাবি-দাওয়া আশা-আকাঙ্ক্ষার কথা শুনেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, অর্থ সম্পাদক জাকির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪নং ওয়ার্ড সাবেক সভাপতি মোঃ মহিসিন আহমদ, ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবুল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ওয়ার্ড সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ইসলামী যুব আন্দোলন ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ থানা ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শেয়ার করুন