অতিমাত্রার বৃষ্টিতে আবারো ডুবেছে সিলেট নগর

সিলেট

মাত্র ক’দিন আগে একবার বৃষ্টির দৌরাত্ম দেখেছে সিলেটবাসী। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ফের অতিমাত্রার বৃষ্টি ডুবিয়ে দিয়ে গেছে সিলেট নগর। আকস্মিক এমন বৃষ্টিতে সিলেট নগরীর খালগুলো পূর্ণ হয়ে পানি ঢুকেছে অনেক বাসাবাড়িতে। একই সাথে ডুবেছে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট।

নগরীর তালতলা, জামতলা, সাগরদিঘীরপার, কুয়ারপার, লালাদিঘীরপার, মির্জাজাঙ্গাল, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে ড্রেন ভর্তি হয়ে ময়লা পানি উঠে এসেছে রাস্তায়। পানি ঢুকছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।

সাগরদিঘীরপার সুরমা গলির বাসিন্দা গুলজার হোসেন বলেন, সাগরদিঘীরপারের ভেতর দিয়ে যাওয়া ড্রেনের দুপাশে থাকা বাসা বাড়িগুলোতে অল্প বৃষ্টিতেই পানি ঢুকে যায়। ড্রেনটি দীর্ঘদিনের মাঝে পরিষ্কার না করায় এই সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল। ময়লা ড্রেনের পানিতে চলাচল করার কারণে পায়ে খোসপাচড়া দেখা দেয়।

লালাদিঘীরপারের বাসিন্দা পিংকী দাস বলেন, ‘আমরা আজকের বৃষ্টির ফলে আবারও পানিবন্দী হয়েছি।’

১১ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, ‘বৃষ্টি হওয়ায় আমাদের এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমলে হয়তো পানি কিছুটা কমতে পারে। কিন্তু মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে মনে হচ্ছে।’

এ ব্যাপারে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *