স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার উদ্যোগে
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক সুকুমার দাসের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) বিকাল পাঁচটায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইন্সটিটিউটে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সাংবাদিক সুনীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দিপংকর দাস রতন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-নওয়াপাড়া ইন্সটিটিউটের সভাপতি দিলীপ সাহা,জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো: রফিকুল ইসলাম,শেখ মাসুদ পারভেজ মিঠু,শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন,কাউন্সিলর জিয়া উদ্দিন পলাশ,স্থানীয় জোট নেতা হারুন আল আজিজ, অধ্যাপক সুকুমার দাস,তিমির বরণ সরকার, হিমাংশু হিমাদ্রি,নারায়ণ সাহা,দেবাশীষ দাস নান্টু,বাচ্চু দাস,তরিকুল ইসলাম,মো: সজিব ও মো: রাকিব,অলোক দাস,লক্ষী সরকার,আনিসুর রহমান জয় প্রমূখ।
সভায় প্রয়াত সুকুমার দাসের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করার পর হত দরিদ্রদের মধ্যে চাউল বিতরণ করা হয়।
বক্তারা প্রয়াত সুকুমার দাসের জীবন ও কর্মনিয়ে আলোচনা করেন এবং তাঁর জীবন দর্শন ও আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় বক্ত করেন।