প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ । দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে।
এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনের সব নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথ ভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
এরআগে, বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের অভিযোগ করেন, এক দফার নামে বিএনপি এখন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, ‘একটি ভয়ংকর খবর চাপা পড়ে গেছে। কী কারণে চাপা পড়ল আমি জানি না। রাজশাহীর পুঠিয়ার এক জনসভায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাইদ বক্তৃতা করে বলেছেন, এবার এক দফা–শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
শেয়ার করুন