এম,এইচ,শাহজাহান আকন্দ; দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আল আমিন(২৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ মে)সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালা-চান্দের হাওরে ধানী জমিতে ধান কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।আল আমিন উত্তর কলাউড়া গ্রামের ফাইজুল হক(ফাইজ্জা)ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার ইউনিয়নের
উত্তর কলাউড়া কালা-চান্দের হাওরের জমিতে ধান কাটতে যায় কৃষি শ্রমিক আল আমিন। ধান কাটা সময় প্রচণ্ড বাতাস শুরু হয়। সেই সাথে হালকা বৃষ্টিও হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন।
শেয়ার করুন