জাকির হোসেন, বানারীপাড়া॥
বরিশালের বানারীপাড়ায় জেল থেকে জামিনে বেড়িয়ে সাবেক স্ত্রীর বাড়িতে এসে
মারধর ও হুমকি ধামকি দেয়ায় মোঃ শামিম বালী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন লিনা খানম। থানার অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার সংলগ্ন আবদুল হাকিম হাওলাদারের মেয়ে লিনা খানমের সাথে সৈয়দকাঠির সাতবাড়িয়া গ্রামের আবুল বালীর ছেলে
শামিম বালীর বিবাহ হয়। বিয়ের পর থেকে শামিম স্ত্রী লিনাকে যৌতুকের জন্য শারীরীক ভাবে নির্যাতন করে। নির্যাতন ও যৌতুক এবং কলহের এক পর্যায়ে লীনা ও শামিমের সাথে বিচ্ছেদ ঘটে। এর পরে লিনা তার স্বামী শামিমের বিরুদ্ধে বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে সেই মামলায় শামিম বালী গ্রেফতার হয়ে হাজতবাস করে। মামলা নং- ৩৩৮/২০২২। সম্প্রতি জেল থেকে জামিনে বেড়িয়ে শামিম ৩১ মে সকালে স্থানীয় আল আমিন ও কালাম ঘরামীকে সাথে নিয়ে সাবেক স্ত্রী লিনা খানমের বাড়িতে ঢুকে লিনাকে মারধর ও হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ অবস্থায় অসহায় লিনা খানম ও তার অসুস্থ পিতা সহ গোটা পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছে। এ বিষয়ে আল আমিন জানায় শামীম বাইশারী বাজারে এসে চায়ের দোকানে বসে আমাদের সাথে কথা বলছিল। আমি আরো লিমার বড় মেয়ের কথা চিন্তা করে শামীমকে বিষয়টি বিলিয়ে ফেলতে বলি। তখন লিমা বাহিরে বসে আমাদের ছবি ও ভিডিও করে। তখন তাকে চাপ্পর দেবার কথা বলি। বর্তমানে শামীমদের জামিয়ে এসে লিমার বাড়িতে ডুকে মারধর ও হুমকি ধামকিতে লিমার পরিবার জীবন নিরাপত্ত্বাহীনতায় রয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানা ইনচার্জ (ওসি) জানান সঠিক তদন্ত পূর্বক অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং অসহায়কে আইনি নিরাপত্ত্বা দেয়া হবে।