সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ফ্রান্সে এক নির্বাচনী সভা অনষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে বসবাসরত বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে নির্বাচনী সভা ফ্রান্সের কুটুমবাড়ি ক্যাশশিমায় রোববার ( ৪জুন) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েছ।
সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক হয়ে কাজ করা আহবান জানিয়ে বক্তারা বলেন, সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি, তা প্রমাণ করতে হবে আবারও। আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ বাঁচবে, দেশের মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধি পাবে। সুতরাং নৌকাকে বিজয়ী করা দরকার।
নির্বাচনী সভা যৌথভাবে পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সংগঠনিক সম্পাদক আলী আহমেদ জুবের, সাইদুর রহমান সাঈদ, সালেহ আহমদ, প্যারিস মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিলাল আহমদ, ফ্রান্স ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সহ-সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা মাধব কান্তি দে, যুবলীগ নেতা কামরুল হাসান সেলিম, উপ প্রচার সম্পাদক ফ্রান্স আওয়ামী মনসুর আহমদ, ইকবাল হোসেন সুমন, জয়নুল আহমেদ, সেলিম আলদিন ফ্রান্স আওয়ামী লীগ নেতা চৌধুরী মারুফ অমিত আতিক আল হাসান।প্রমুখ।
শেয়ার করুন