জৈষ্ঠের ক্ষর তাপকে উপেক্ষা করে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের যৌথ পরিবেশনায় বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আবৃত্তি ও গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ( ৯ জুন) মধুসূদন একাডেমি আবৃত্তি ও গানে “মধুসূদন বন্দনা” শিরোনামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
কবি খোন্দকার খসরু পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বাংলা একাডেমির পরিচালক, প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও গবেষক ড. শাহাদাত হোসেন নিপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোলকাতার বিশিষ্ট আবৃত্তি শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নেতা বিশিষ্ট আবৃত্তিজন মাসুম আজিজুল বাশার ও মোঃ নুরুজ্জামান।
সংক্ষিপ্ত আলোচনা করেন বাচিক শিল্পী সংঘের সভাপতি অধ্যাপক সবুজ শামীম আহসান ও হারুন অর রশীদ।
উক্ত অনুষ্ঠানে মহাকবি মাইকেল মধুসূদনের কবিতা আবৃত্তি করেন শ্রবনী সুর, সাধন দাস, মাসুদুর রহমান ও অতিথিরা। মাইকেলের গান পরিবেশন করেন উজ্জ্বল ব্যানার্জী ও মধুসূদন একাডেমীর শিল্পীরা।
অনুষ্ঠিত শেষে দুই বাংলার শিল্পীরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসদবাড়ী, বিদায় ঘাট ও মধুসূদন একাডেমী ঘুরে দেখেন।