দোয়ারাবাজারে নববধূর রহস্যনক মৃত্যু

সুনামগঞ্জ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে হামিদা আক্তার (২১) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। মেহেদির রং না মুছতেই অকালে ঝরে গেলো একটি তাজা প্রাণ। আর অস্বাভাবিক এ মৃত্যুকে রহস্যজনক বলে এলাকায় কানাঘুষা চলছে। রহস্যময় এ মৃত্যু নিয়ে দ্বিমুখী বক্তব্য শোনা যাচ্ছে। সোমবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার মান্নারগাও ইউনিয়নের উলুকান্দি গ্রামে নিহতের স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত নববধূ হামিদা আক্তার ওই গ্রামের আব্দুল করিমের ছেলে পাবেল রহমানের সহধর্মিণী। মাত্র মাস খানেক আগে বিয়ের পীড়িতে বসেন ওই নব দম্পতি। এদিকে, খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *