ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
‘মজবুদ হলে পুষ্টির ভীত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী কর্মশালার সমাপনী দিনে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্টিত হয়েছে
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্হ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্হ্য কম্পেক্সের ব্যবস্হাপনায় উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টি প্রতিষ্ঠানের ঘোষিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: দেলোয়ার হোসেন সুমন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রমুখ।
শেয়ার করুন