জনপ্রিয় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আজ রাতে মাঠে নামছে প্রীতি ম্যাচ মাঠে নামছে। ল্যাটিন আমেরিকার দেশটির প্রতিপক্ষ আফ্রিকান দেশ গিনি।
আজ শনিবার ১৭ জুন বাংলাদেশ সময় দিনগত রাত দেড়টায় মুখোমুখি হবে ব্রাজিল ও গিনি। স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এদিকে র্যামন মেনেজেসের অধীনে ছন্দহীন ব্রাজিল। একাধিক নতুন মুখ নিয়েও আশার আলো দেখাতে পারছে না, অন্তবর্তী কোচ। তবু পরীক্ষা নিরীক্ষা থামাচ্ছেন না সেলেসাও বস।
গিনির বিপক্ষে এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে আরও ছয় নতুন মুখকে। তবে ডিফেন্ডার দানিলোর আস্থা অভিজ্ঞদের উপরই।
ব্রাজিল ডিফেন্ডার দানিলো বলেন, এ সময় অভিজ্ঞ ফুটবলারদের আরও দায়িত্ব নেয়া উচিত। অন্তত যতদিন না নতুন কোচ আসছেন। নতুনদের ভালো করতে দলে দারুণ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে।
তবে ভরসার নাম, ফ্রন্টলাইন। রিয়াল জুটি রদ্রিগো-ভিনিসিয়ুসের সঙ্গী রিচার্লিসন। যদিও সময়টা বড্ড খারাপ যাচ্ছে টটেনহ্যাম স্ট্রাইকারের।
শেয়ার করুন