সিলেটে দ্রুত বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

সিলেট

অভিরাম বর্ষণ আর পাহাড়ী ঢলে দ্রুত বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। শনিবার (১৭ জুন) বিকেল ৩টা পর্যন্ত প্রেরিত পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, শনিবার (১৭ জুন) বিকেল ৩টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ধরা হয় ১২.৭৫ সেন্টিমিটার। অথচ শনিবার বিকেল ৩টায় এ পয়েন্টে পানি ১২.৯৫ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়েছে।

এছাড়াও এদিন সুরমা নদীর সিলেট পয়েন্টে সকাল ৬টায় ৯.৬১ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়। তবে সকাল ৯টায় তা কমে নামে ৯.৫৯ সেন্টিমিটারে। এরপরই বাড়তে থাকে পানি। দুপুর ১২টায় ৯.৬৯ সেন্টিমিটার ও বিকেল ৩টায় তা আরও বেড়ে চলে যায় ৯.৮৬ সেন্টিমিটারে।

একই অবস্থা কুশিয়ারা নদীর বেলায়ও। কুশিয়ারা নদীর আলমসীদ পয়েন্টে সকাল ৬টায় ১৩.৫৩ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়। সকাল ৯টায় তা বেড়ে দাঁড়ায় ১৩.৬৩ সেন্টিমিটারে।

একই অবস্থা কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ, শেরপুর পয়েন্ট সমুহেরও। নদীর এসব পয়েন্টে দিনে দিনে পানি বেড়েছে সর্বোচ্চ ৪৬ সেন্টিমিটার পর্যন্ত।

এদিকে,  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *