শরণখোলা ছাত্রলীগের সভাপতি দলীয় কোন্দলের শিকার

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদ হাওলাদার দলীয় কোন্দলের শিকার। নিজ দলের প্রতিপক্ষরা তাকে ঘায়েল করতে ষড়যন্ত্র করছে বলে দাবী তার। বুধবার (২৭ জুলাই) সকালে শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের গ্রæপিং রাজনীতির শিকার। আওয়ামীলীগের কতিপয় নেতা আমাকে তাদের অনৈতিক কাজে ব্যাবহার করতে না পেরে আমার উপর ক্ষীপ্ত হয়।গত সোমবার (২৫ জুলাই) খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের নেতৃত্বে সিদ্দিক গাজী নামের এক লোক দিয়ে আমার বিরুদ্ধে অগ্রহনযোগ্য ইস্যুতে সংবাদ সম্মেলন করে নানা রকম ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। যে বিষয়টিতে সংবাদ সম্মেলেন করেছেন তারা সেখানে আমার কোন প্রকার সংশ্লিষ্টতাই নেই। আমি মনে করি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ যাতে মাঠে নামতে না পারে সেই ষড়যন্ত্র শুরু করেছে তারা। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *