ছাত্রশিবির সিলেট মহানগর শাখা সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য সিদ্দিক আহমদের সম্মানিত পিতা ফখরুল ইসলামের (৭০) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন, “তিনি গতকাল ২৩ জুন বিকাল ৫টা ৩৩ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল। তিনি ছাত্রশিবিরের জন্য যেমন অভিভাবক ছিলেন তেমনই নিজ এলাকায়ও ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ দিন মসজিদের মোতাওয়াল্লি এবং মাদ্রাসা কমিটির সদস্য ছিলেন।
ছাত্রশিবির তাঁর অকৃত্রিম ভালোবাসার কাছে ঋণী হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত। মহান আল্লাহ তাঁর সকল নেক আমলকে কবুল করুন।
আমরা মহান আল্লাহর কাছে মরহুমের সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
শেয়ার করুন