বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেছেন, শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠেন সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভিভাবকসহ আমাদের সবাইকে খেয়াল রাখতে হতে শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা অর্জনের পাশাপাশে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে।

তিনি শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘জনশুমারী ও গৃহগণনা’র ৯৮ টি ট্যাব উপজেলার মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত জাহান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে ৯৮টি ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার উপ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা বাবুল দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *