দক্ষিণ ফিলিপাইনের আব্রা প্রদেশের লুজোনে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) ৮টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে, ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির একটি হাসপাতাল ও একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিকম্পের প্রভাবে রাজধানী ম্যানিলাজুড়ে শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়। বুধবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ডোলোরেস শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণপূর্বে আঘাত হানে।
শেয়ার করুন