বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শনিবার (১৭ জুন ২০২৩) সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের উপর আলোকপাত করে “সিলেটের যুব সমাজের করনীয়” শীর্ষক আলোচনা ও সাপ্তাহিক ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন রিয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, সচেতন যুব সমাজের পক্ষ থেকে মাহিনুর রহমান মাহিন ও ইব্রাহিম গাজি নাইম।
উল্লেখ্য, আগামী ৮ জুলাই শনিবার সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদুল আযহা পরবর্তী পূর্নমিলনী অনুষ্ঠান ও এক ঘন্টার সাপ্তাহিক ৭ম সভা সন্ধ্যা ৭. ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।