দলমত নির্বিশেষে মানুষের কল্যানে কাজ করছেন প্রধানমন্ত্রী : জামিল হোসাইন

জাতীয়

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষদের কল্যানে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃনমূল পর্যায়ে সরকারের উন্নয়ন সহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জামিল হোসাইন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

২ জুলাই রবিবার বেলা ১১ টায় রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ে শরণখোলা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক ফরিদ খাঁন মিন্টু, নির্বাহী সদস্য আফজাল হোসেন তালুকদার, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কামরুল ইসলাম লোকমান, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য আবু সালেহ, শাহীন হাওলাদার, শামীম হাসান সুজন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম টিটু, নঈন আবু নাঈম, মোঃ জাকারিয়া হোসাইন, মোঃ শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জামিল হোসাইন বলেন, ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আমাকে বারবার কারাবরণ সহ অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। জাতির জনকের যোগ্য উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিবাবক শেখ হেলাল উদ্দিন যদি আমাকে মনোনয়ন দিলে আমি এলাকার উন্নয়নে নিজেকে সমর্পণ করব।

শরণখোলা প্রতিনিধি
০১৯৮২৪৯৮০০০
০২/০৬/২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *