সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে গোসলে নেমে আব্দুস সালাম (২৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। রবিবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর ১১ নম্বর থেকে ৬ জনের একটি গ্রুপ ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণে আসেন। সেখান থেকে আব্দুস সালাম নামের ওই যুবক নিখোঁজ হন। তিনি সাঁতার জানেন না। ঈদের পর থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীতে স্রোত প্রবল থাকায় তিনি ভেসে গেছেন বলেও জানান।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, রোববার বিকেল সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে।
শেয়ার করুন