সিলেট মহানগরের রেজিস্টারি মাঠে বিকাল তিনটায় ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ শুরু হয়েছে। সভা শুরুর আগেই সিলেট জেরা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা এসে সমাবেশে যোগ দেন। মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল ও তার আশপাশের এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া সমাবেশে উপস্থিত রয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু সমাবেশে বক্তব্য রাখবেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ রেজাউল কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
বিশেষ বক্তা হিসেবে রাখবেন শামীম আহমেদ ভিপি, সভাপতি সিলেট জেলা যুবলীগ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
সভায় সভাপতিত্ব করছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
শেয়ার করুন