ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রিত কৌরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট দিয়ে উইকেট ভাঙা ও আম্পায়ারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এই শাস্তি পেলেন কৌর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৌরের শাস্তির বিষয়ে নিশ্চিত করে আইসিসি।
বাংলাদেশ-ভারতের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ রুদ্ধশ্বাস লড়াইয়ে টাই হয়। ওই ম্যাচে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনায় উঠে আসে কৌরের বিতর্কিত কর্মকাণ্ড। নিজে আউট হয়ে স্টাম্প ভাঙার পর পুরস্কার বিতরণী মঞ্চে আম্পায়ারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক। শুধু তাই নয়, ট্রফি নিয়ে যৌথ ফটোসেশনে বাংলাদেশ দল নিয়েও কটুক্তি করেন কৌর।
এই বিতর্কিত কর্মকাণ্ডের পর কৌর শাস্তি পাবেন এটা নিশ্চিতই ছিল। ঘটনার তিন দিনের মাথায় গতকাল কৌরের শাস্তি ঘোষণা করে আইসিসি। ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা আর তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এছাড়া আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতের এই অধিনায়ক।
সবমিলিয়ে হারমানপ্রীতের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আইসিসির নীতিমালা অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ২টি ম্যাচ নিষিদ্ধ হন। হারমানপ্রীতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
ফলে ১টি টেস্ট কিংবা ২টি ওয়ানডে অথবা ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
সেক্ষেত্রে আসন্ন এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না কৌর। এদিকে গতকাল কৌরকে অধিনায়ক করে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করে ভারত। অধিনায়ক নিষিদ্ধ হওয়ায় অন্তত প্রথম দুই ম্যাচের জন্য নতুন অধিনায় খুজতে হবে তাদের।
শেয়ার করুন