শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শান্ত দেবনাথ (১৯)।

মঙ্গলবার (২৬জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর আউটার সিগন্যাল এলাকার সাঁওতালপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশের কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাত পাওয়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি হয়তো শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে।

মৃতদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

শান্ত দেবনাথ জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথ এর পুত্র।

সে মৌলভীবাজার সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।

এ ব্যাপারে শান্ত দেব নাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথ কে সারা দিন খোঁজে না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে যান। এমন সময় শ্রীমঙ্গল থেকে ফোন কল পেয়ে এসে শান্তকে সনাক্ত করি।

শ্রীমঙ্গলে কেন শান্ত এসেছে এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় কেন যাবে তা সঠিকভাবে তিনি বলতে পারেন নি। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী জানান,  মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *