ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
‘নৌকায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি পেয়ে ছিলেন স্বাধীনতা। নৌকায় ভোট দিয়েই বিনামূল্যে জমি ও গৃহ পেয়েছেন অবহেলিত-বঞ্চিত ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা। জাতির জনকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা। এখন তারা স্বচ্ছলতার সাথে জীবন-যাপন করতে পারবেন।’
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ওই কথাগুলো বলেন।
সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধিসহ ৭১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা।
বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ‘ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসন শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন