হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী একটি ট্রাক উল্টে প্রাণ আরএফএল গ্রুপের এক নারী কর্মী নিহত হয়েছেন।
নিহত হালেমা আক্তার (১৯) চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকার বড় বাড়ির মো. মোস্তফার মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণ আরএফএল গ্রুপের নারী কর্মী হালেমা আক্তার নাইট ডিউটিতে যাওয়ার সময় ‘তাফরিদ কটন মিলস’ এর সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা খুলে চেকিং করা অবস্থায় ট্রাকটি উল্টে হালেমার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হালেমার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঞা।
শেয়ার করুন