বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কেজি স্কুল ও বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোক দিবস পালন

জাতীয়

নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কেজি স্কুল ও বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও শোক সভা আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর শৈশব কাল,রাজনৈতিক জীবন ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্টের নেক্কারজনক গঠনার ইতিহাস তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে।

বঙ্গবন্ধুর আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিজেদের মধ্যে উজ্জিবিত করে এই বিষয়ে আলোকপাত করা হয়।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুন ভূঁইয়া, প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *