বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

জাতীয়

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন কমপক্ষে ২০ জন। রোববার (৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংর্ঘষ হয়।

বিএনপি নেতারা জানান, লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে তারা। একপর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এই ঘটনা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে আহত অবস্থায় আবদুর রহিমকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *