কানাইঘাট থানার পুলিশের দুটি সাহসী অভিযান, চোরচালানের মালসহ আওয়ামীলীগ সভাপতির ভাই আটক

সিলেট

 

কানাইঘাট থানার পুলিশের দুটি সাহসীক অভিযানে ভারতীয় চিনি, টায়ার ও গরু আটক । রবিবার বিকালে কানাইঘাট থানা পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় চিনি, ৪৪ টি গাড়ির টায়ারসহ আটক করেছে উপজেলার পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি কে.এইচ আব্দুল্লাহ’র ভাই জাকারিয়া আহমদকে। এ অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই সোহেল মাহমুদ।
অপর আরেকটি অভিযানে ভারতী গরুসহ ৪টি ডিআই ট্রাক আটক করেন থানার এসআই পিযুষ ও এসআই মিজানুর রহমান। জাকারিয়াকে ভারতীয় চোরাচালানের ১৫ বস্তা চিনি ও ভারত থেকে চোরাই পথে নিয়া আসা ৪৪ টি টায়ার সহ আটক করে থানায় গেলে থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে ভিড় করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ । এ সময় তারা আটক কৃত মালামালসহ জাকারিয়াকে ছেড়ে দিতে পুলিশের উপর চাপ প্রয়োগ করেন। অভিযোগ আছে আব্দুল্লাহর ভাই জাকারিয়া ভাই আব্দুল্লার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ভারতীয় চোরাচালান ব্যবসায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। আজ পুলিশ তাকে ভারতীয় চোরাইমালসহ হাতে-নাতে আটক করতে সক্ষম হয়েছে । এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর বলেন, তিনি এমপির সাথে এলাকায় কয়েকটি অনুষ্ঠানে আছেন। থানায় গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকে ছাড় দেওয়া হবেনা। এসপি ও ডিআইজি নির্দেশে কানাইঘাট পুলিশ চোরাচালান নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও ডিআইজি শাহ শফি মিজানুর রহমানকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *