সিলেট মহানগর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্তার বাসিত সুজা (৬০) আর নেই।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি আক্তার বাসিত সুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সুজা সিসিক’র ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব বাসিতের বড় ভাই।
সুজা নিঃসন্তান ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই ভাতিজা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।