কোম্পানীগঞ্জ প্রতিনিধি :-
আগামী ৩০ আগস্ট বুধবারর সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবকলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক র্যালি কে সফল করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে আজ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব ইমরান জাকিরের সভাপতিত্বে ও জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্রাট, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মিল্লাদ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমীন, কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য রজ্ঞিত দেবনাথ ময়না ও মোঃশাহ আলম সহ প্রমুখ।
নেতৃবৃন্দ আগামী ৩০ আগষ্ট প্রোগাম ও পরবর্তী সংগঠনের ইউনিয়ন কমিটি গুলোকে গঠন করার জন্য ইউনিয়ন ভিত্তিক দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মন্বয়ে কমিটি গঠন করেন।
১নং পশ্চিম ইসলামপুর দায়িত্বপ্রাপ্ত মোঃশামসু আলম, রুবেলল আহমদ, মীর আল মোমিন,সোহাগ আহমদ তুষার,মুসলীম খান,নাজমুল ইসলাম সুমন,নওশাদ,হাবিব পংকজ কান্তি দে।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত সাবেক ছাত্রনেতা গোলজার আহমদ,সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন,আঃসালাম আজাদ, সাহাব উদ্দিন,,সাবেক ছাত্রনেতা ফরুকুজ্জামান রানা, সাবেক ছাত্রনেতা সজীবুল ইসলাম জয়, সিরাজুল হক, জাহাঙ্গীর আলম রুকন, অনন্ত নাঈম ক
৪নং তেলিখাল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত হলেন – দেলোয়ার মাহমুদ রিপন,বুলবুল আহমদ,সোহেল আহমদ,সেলিম হোসেন শান্ত,আলী বস।
৪নং ইসাকলস আমিরুল হক,বাদশা মিয়া, জুবায়ের, সারোয়ার খান, আবু হুরায়রা, দুলাল সরকার।৫নং উত্তর রণীখাই রুহুল আমিন, রাজু আহমদ,শরিফ উদ্দিন।
৬নং দক্ষিণ রণীখাই আজির উদ্দিন,মেহেদি হাসান জামাল, রুপক দাস,রুমেল আহমদ,দিলোয়ার হোসেন, সাচ্চা, লোকেস মুন্সি।